আজকাল ওয়েবডেস্ক: প্রেমে বাধা, তাতেই বাবাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করল মেয়ের প্রেমিক, সঙ্গী খোদ মেয়ে। অভিযোগ তেমনটাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার যজ্ঞনগর গ্রামে। ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্য ছড়ানোয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মতেয়ান করা হয়। অভিযোগ, নানুর বিধানসভার যজ্ঞনগর গ্রামের গাজু শেখ ও কুতুবা খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । বিপত্তি সেখানেই, মেয়ের বাবা-মা সেই সম্পর্কে রাজি ছিলেন না। মেয়েকে বুঝিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েও দেন। কিন্তু বিয়ের সাত দিনের মাথায় মেয়ে বাবার বাড়িতে আসে। সেই খবর পায় প্রেমিক গাজু শেখ। সোমবার সকালে গাজু এবং কুতুবা গাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বুঝতে পেরে মেয়ের বাবা-মা বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, তখন প্রেমিক গাজু শেখ মেয়ের বাবা কুদ্দুস শেখের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। স্থানিয়রা রক্তাক্ত কুদ্দুসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মেয়ের পরিবারের অভিযোগ মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছে গাজু।
